২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল ম্যাচের নির্ধারিত সময় নিয়ে কোনো নিয়ম পাল্টানো হবে না। সামাজিক মাধ্যম টুইটারে এমনটাই জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
কয়েকদিন আগে ইতিলিয়ান এক সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় খেলার নির্ধারিত সময় ৯০ মিনিট থেকে বাড়িয়ে করা হবে ১০০ মিনিট। পরিকল্পনাটির প্রস্তাব নাকি দিয়েছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক্ষেত্রে দুই অর্ধে ৫০ মিনিট করে খেলা হবে। মূলত বল বেশি সময় মাঠে রাখতেই এই পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি। নতুন এই পরিকল্পনায় বাড়ানো হবে রেফারিদের ক্ষমতাও।
এর আগে এক বিবৃতিতে ফিফা জানায় বিশ্বকাপের আগে, সময় বাড়িয়ে কিছু ম্যাচ আয়োজন করতে চেয়েছিল ফিফা। তবে এতে আপত্তি জানিয়েছিল অনেকেই।
গত কয়েক বছরেই ফুটবলে নতুনত্ব আনার চেষ্টা করছে ফিফা। চার বছরের বদলে দুই বছর পরপরও বিশ্বকাপের আয়োজন করা হবে বলেও পরিকল্পনা নিয়েছিল ফিফা। সূত্র: হিন্দুস্থান টাইমস।