রাজা চার্লসের ওপর ডিম ছুঁড়ে তরুণ আটক

- আপডেট সময় : ১১:০৩:৫৮ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুই কনসোর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার (৯ই অক্টোবর) ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় ইয়র্কে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে ।
তারা বলছে, রাজা ও তার স্ত্রী মিকলগেট বার দিয়ে ইয়র্কে প্রবেশকালীন সময়ে তাদেরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। সামাজীক যোগাযোগ মাধ্যম প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, নিক্ষেপের সময় বেশ কয়েকটি ডিম মাটিতে ভেঙে পড়ে। কোনো ডিমই তাদের শরীর সম্পর্শ করেনি।
পুলিশ কর্মকর্তারা ভিড় ঠেলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। এসময় অভিযুক্ত ব্যক্তি চিৎকার করে এবং বলতে থাকে দাসদের আত্মত্যাগের বিনিময়ে দেশটি তৈরি হয়েছে। উপস্থিত ব্যক্তিরা তাকে থামানো চেষ্টা করে এবং বলতে থাকেন ঈশ্বর রাজাকে রক্ষা করুণ।
উল্লেখ্য ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস দেশটির নতুন রাজা হন। নিয়ম অনুযায়ী উত্তরাধিকারী হিসেবে ব্রিটেনের সিংহাসনে আরোহন করেন তিনি।