বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্য গোপন করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া তথ্য এখন জাতীয় নিরাপত্তার কৌশলগত অস্ত্র: পরিবেশ উপদেষ্টা আনিসুল হক-মোশাররফ হোসেন রিমান্ডে আসছে সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী ‘দখল-চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়, লক্ষ্য রাখবেন’ গণতন্ত্রের জন্য অবাধ-সুষ্ঠু নির্বাচন জরুরি: রিজভী ‘এসএসএফকে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে’ আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের বিরল রেকর্ড আর কাউকে হারাতে পারছে না ইন্তের মিলানো মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে নজিরবিহীন হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে : ইসরাইল ‘সন্ত্রাসী ইহুদিবাদীদের’ কঠিন জবাব দেবে ইরান: খামেনি ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদে ট্রাম্পের বৈঠক: হোয়াইট হাউস

লেভান্তেকে পাত্তাই দিল না রিয়াল

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৩, ২০২২

স্প্যানিশ লা লিগায় ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে লেভান্তেকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে বাকী ৩ গোল করেন বেঞ্জামা, রর্দিগো, ফেরলান্ড মেন্ডি।

লা-লিগার ৯১তম মৌসুমে শিরোপা গেছে রিয়াল মাদ্রিদের ঘরে। রেকর্ড ৩৫ বার স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগের টাইটেল উইনারদের নির্ভার ফুটবলে নিজেদের ৩৬তম ম্যাচে প্রতিপক্ষ রেলিগেশনে কাটা পড়া লেভান্তে।

সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের অর্জন রিয়ালকে ১৩ মিনিট পর্যন্ত আটকে রাখা। এরপরই শুরু হোস্টদের গোল সেলিব্রেশন। ১৩ থেকে ৪৫, এই ৩২ মিনিটের মধ্যে ফেরলান্ড মেন্ডির গোল দিয়ে শুরু, মাঝে বেঞ্জামা, রদ্রিগোর পর, ভিনিসিয়াস জুনিয়রের গোল দিয়ে শেষ প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ভিনি জুনিয়রের হ্যাট্রিক টাইমের শুরু ৬৮ মিনিট থেকে, বেঞ্জামার অ্যাসিস্টে লেভান্তের জালে নিজের জোড়া গোল, আর ৮৩ মিনিটে জোভিসের বাড়নো বলে অতিথিদের জাল কাঁপিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করলেন ভিনিসিয়াস জুনিয়র।

এদিকে, ইপিএলে টটেনহ্যাম-আর্সেনাল লড়াই, ঘরের মাঠে অপ্রতিরোধ্য স্পার্সরা। ২২ মিনিটে স্বাগতিক দর্শকদের উল্লাস, পেনাল্টি থেকে গানারদের জাল কাপান হ্যারিকেইন। টটেনহ্যাম ফোয়ার্ডদেরএক্সট্রা প্রেসিংয়ে দিশেহারা গানার ডিফেন্স। সেই সুযোগে ৩৭ মিনিটে নিজের জোড়া পুরণ করলেন স্পার্স হিরো হ্যারিকেইন।

টটেনহ্যাম নাইটে আর্সেনালের কফিনে শেষ পেরেক পড়ে ৪৭ মিনিটে, সন হিউংয়ে মিন হ্যমারে ৩-০ পিছিয়ে আর্সেনাল, এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গেস্টরা। হারেও ৩৬ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারেই আছে আর্সেনাল, সমান ম্যাচে ১ পয়েন্ট কম টটেনহ্যামের।


এ বিভাগের অন্যান্য সংবাদ