স্প্যানিশ লা লিগায় ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে লেভান্তেকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে বাকী ৩ গোল করেন বেঞ্জামা, রর্দিগো, ফেরলান্ড মেন্ডি।
লা-লিগার ৯১তম মৌসুমে শিরোপা গেছে রিয়াল মাদ্রিদের ঘরে। রেকর্ড ৩৫ বার স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগের টাইটেল উইনারদের নির্ভার ফুটবলে নিজেদের ৩৬তম ম্যাচে প্রতিপক্ষ রেলিগেশনে কাটা পড়া লেভান্তে।
সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের অর্জন রিয়ালকে ১৩ মিনিট পর্যন্ত আটকে রাখা। এরপরই শুরু হোস্টদের গোল সেলিব্রেশন। ১৩ থেকে ৪৫, এই ৩২ মিনিটের মধ্যে ফেরলান্ড মেন্ডির গোল দিয়ে শুরু, মাঝে বেঞ্জামা, রদ্রিগোর পর, ভিনিসিয়াস জুনিয়রের গোল দিয়ে শেষ প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ভিনি জুনিয়রের হ্যাট্রিক টাইমের শুরু ৬৮ মিনিট থেকে, বেঞ্জামার অ্যাসিস্টে লেভান্তের জালে নিজের জোড়া গোল, আর ৮৩ মিনিটে জোভিসের বাড়নো বলে অতিথিদের জাল কাঁপিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করলেন ভিনিসিয়াস জুনিয়র।
এদিকে, ইপিএলে টটেনহ্যাম-আর্সেনাল লড়াই, ঘরের মাঠে অপ্রতিরোধ্য স্পার্সরা। ২২ মিনিটে স্বাগতিক দর্শকদের উল্লাস, পেনাল্টি থেকে গানারদের জাল কাপান হ্যারিকেইন। টটেনহ্যাম ফোয়ার্ডদেরএক্সট্রা প্রেসিংয়ে দিশেহারা গানার ডিফেন্স। সেই সুযোগে ৩৭ মিনিটে নিজের জোড়া পুরণ করলেন স্পার্স হিরো হ্যারিকেইন।
টটেনহ্যাম নাইটে আর্সেনালের কফিনে শেষ পেরেক পড়ে ৪৭ মিনিটে, সন হিউংয়ে মিন হ্যমারে ৩-০ পিছিয়ে আর্সেনাল, এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গেস্টরা। হারেও ৩৬ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারেই আছে আর্সেনাল, সমান ম্যাচে ১ পয়েন্ট কম টটেনহ্যামের।