বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক ও নড়াইল প্রতিনিধি
আপডেট : ডিসেম্বর ৩, ২০২১

নড়াইলের লোহাগড়ায় ইতনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ইতনা গ্রামের বুড়ো ঠাকুরের গাছতলা এলাকায় সন্ত্রাসীরা  তাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

ইতনা স্কুল অ্যান্ড কলেজের  শিক্ষক মনিরুজ্জামান এর আগে দীর্ঘ নয় বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আসন্ন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতাকারী ১২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনি অন্যতম।নৌকার প্রার্থী শেখ সিহানুক রহমান।

মনিরুজ্জামানকে লোহাগড়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে মনিরুজ্জামানের ভাতিজা মাসুদ রানা সাংবাদিকদের জানান, ২৬ ডিসেম্বর ওই ইউপির নির্বাচন হবে। তার চাচা আওয়ামী লীগ নেতা। তবে দলীয় মনোনয়ন চাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রার্থিতাকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ধারণা করছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মনিরুজ্জামান নিজে মোটরসাইকেল চালিয়ে ‘বুড়ো ঠাকুরের গাছতলা’এলাকা দিয়ে যাচ্ছিলেন।সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। তখন তাঁর সঙ্গে কেউ ছিলেন না।খবর পাওয়া স্থানীয়রা মাথা ও বুকে ধারালো অস্ত্রের একাধিক জখম দেখে মনিরুজ্জামানকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কিন্তু তার জখম গুরুতর হওয়ায় এবং তিনি একাধিকবার বমি করায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মোশারফ সাংবাদিকদের জানান, মনিরুজ্জামানের মাথায় লাঠির আঘাত এবং পেটে ধারালো অস্ত্রের কোপ লেগেছে।  মাথার আঘাত গুরুতর।  লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা সাংবাদিকদের বলেন, পূর্বশত্রুতা অথবা নির্বাচনকে কেন্দ্র করে ওই হামলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।#


এ বিভাগের অন্যান্য সংবাদ