শ্রীলঙ্কায় পদত্যাগী প্রধানমন্ত্রীর বাসভবনেও হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ মে ২০২২ ৪৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হাত থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপকসে এবং তাঁর সহকারীদের সুরক্ষা দিতে নামানো হয়েছে সেনা। বিক্ষোভকারীরা আবাসনের দু’টি ফটক ভেঙে ফেলার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সরকারি আবাসন থেকে গুলি বর্ষণ বিক্ষোভকারীদের উপর। বিক্ষোভকারীরা প্রথমে মূল ফটক ভেঙ্গে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়েছে।

এর আগে রাজাপসের পৈতৃক বাড়ি জ্বালিয়ে দিলেন বিক্ষোভকারীরা দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

অচলাবস্থা নিরসনে গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ করতে বলেন প্রেসিডেন্ট গোতাবায়া। প্রেসিডেন্ট গোতাবায়া মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই। এক যুগ আগে শ্রীলঙ্কার স্বাধীনতাকামী তামিল টাইগারদের দমন করে দেশে রাজাপাকসেে পরিবারের আধিপত্য তৈরি করেছিলেন মাহিন্দা।

শ্রীলঙ্কার সংখ্যাগুরু সিংহলিজ বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ৭৬ বছর বয়সী মাহিন্দা রাজাপাকসের। গতকাল দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সমর্থককে বাসে করে রাজধানীতে আনেন তিনি। নিজের বাসভবনের কাছে এক সমাবেশে তাঁদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রীর অনুসারীরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো শুরু করেন।

এদিকে অমরাকীর্থি আথুকোরালা নামের ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন। বিক্ষোভকারীরা তাঁর গাড়ির পথ রোধ করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। কাছের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই সংসদ সদস্য। পরে তাঁর লাশ পাওয়া যায়। শ্রীলঙ্কার পুলিশ বলেছে, বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মধ্যে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় পদত্যাগী প্রধানমন্ত্রীর বাসভবনেও হামলা

আপডেট সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ মে ২০২২

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হাত থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপকসে এবং তাঁর সহকারীদের সুরক্ষা দিতে নামানো হয়েছে সেনা। বিক্ষোভকারীরা আবাসনের দু’টি ফটক ভেঙে ফেলার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সরকারি আবাসন থেকে গুলি বর্ষণ বিক্ষোভকারীদের উপর। বিক্ষোভকারীরা প্রথমে মূল ফটক ভেঙ্গে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়েছে।

এর আগে রাজাপসের পৈতৃক বাড়ি জ্বালিয়ে দিলেন বিক্ষোভকারীরা দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

অচলাবস্থা নিরসনে গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ করতে বলেন প্রেসিডেন্ট গোতাবায়া। প্রেসিডেন্ট গোতাবায়া মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই। এক যুগ আগে শ্রীলঙ্কার স্বাধীনতাকামী তামিল টাইগারদের দমন করে দেশে রাজাপাকসেে পরিবারের আধিপত্য তৈরি করেছিলেন মাহিন্দা।

শ্রীলঙ্কার সংখ্যাগুরু সিংহলিজ বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ৭৬ বছর বয়সী মাহিন্দা রাজাপাকসের। গতকাল দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সমর্থককে বাসে করে রাজধানীতে আনেন তিনি। নিজের বাসভবনের কাছে এক সমাবেশে তাঁদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রীর অনুসারীরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো শুরু করেন।

এদিকে অমরাকীর্থি আথুকোরালা নামের ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন। বিক্ষোভকারীরা তাঁর গাড়ির পথ রোধ করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। কাছের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই সংসদ সদস্য। পরে তাঁর লাশ পাওয়া যায়। শ্রীলঙ্কার পুলিশ বলেছে, বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মধ্যে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।