সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

স্বাধীনতার ৫৪ বছরেও ভোটাধিকার পাননি প্রবাসী বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক
আপডেট : মে ২৪, ২০২৫
স্বাধীনতার ৫৪ বছরেও ভোটাধিকার পাননি প্রবাসী বাংলাদেশিরা

স্বাধীনতার ৫৪ বছরেও নিজ দেশে ভোটাধিকার পাননি প্রবাসী বাংলাদেশিরা। পরবর্তী জাতীয় নির্বাচনের আগেই বিষয়টি সুরাহার দাবি যুক্তরাজ্য-প্রবাসীদের। প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোটি’ নির্বাচন কমিশনের বিবেচনায় থাকলেও এ পদ্ধতিতে আস্থা রাখতে পারছেন না যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভরশীল দেশের অর্থনীতি। তাও জাতীয় নির্বাচনে ভোটদানের মতো মৌলিক অধিকার থেকেই বঞ্চিত প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি।

হাজারো কষ্ট সয়ে দূর পরবাসেও দেশকে লালন করা বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা অংশ নিতে পারেন না দেশের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তে। সংবিধান সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করলেও, প্রবাসীদের সে অধিকার কাগজে-কলমেই সীমাবদ্ধ। স্বাধীনতার ৫৪ বছর পরে এসে হলেও নিজ দেশে ভোটাধিকারের দাবি যুক্তরাজ্য-প্রবাসী বাংলাদেশিদের।

বিদ্যমান আইনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার থাকলেও, অর্ধশতকের কোনো নির্বাচনে সেটির প্রয়োগ হয়নি। নির্বাচন কমিশন বলছে, পরবর্তী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করা অন্যতম লক্ষ্য। তবে কোন পদ্ধতিতে ভোট নেয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। পোস্টাল ব্যালট সময়সাপেক্ষ আর অনলাইন ভোটিং অজনপ্রিয় বলে বিবেচনায় রয়েছে ‘প্রক্সি ভোটিং’। এ পদ্ধতিতে সঠিকভাবে মতের প্রতিফলন নাও ঘটতে পারে বলে শঙ্কা, যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির।

প্রবাসীদের দাবির মুখে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপর তৎকালীন নির্বাচন কমিশন প্রথমবার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগী হয়। যদিও সেসব উদ্যোগও বেশিদূর এগোয়নি। কারণ হিসেবে রাজনৈতিক স্বদিচ্ছার অভাবকেই দায়ী করছেন কমিউনিটি নেতৃবৃন্দ।

২০২৪ সালে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ২৭শ’ কোটি ডলারের রেমিট্যান্স পাঠান। প্রবাসী আয়ের তালিকায় বিশ্বে সপ্তম শীর্ষ অবস্থানে বাংলাদেশ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভোটাধিকার নিশ্চিতের দাবি প্রবাসীদের।

আগামী নির্বাচনের আগেই ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু হবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ