সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন বাংলাদেশে আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার ১৩ বছরে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা ফের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় প্রতিপক্ষকে ৭-১ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা আশুলিয়ায় মরদেহ পোড়ানোয় অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার গাজায় ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত

২২ যাত্রী নিয়ে মাঝ আকাশে নিখোঁজ নেপালের বিমান

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৯, ২০২২

২২ যাত্রী নিয়ে নেপালের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। নেপালের তারা এয়ারলাইন্সের বিমানটিতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে তিনজন ছিল ভারতীয়। খবর এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তারা এয়ারলাইন্সের ওই বিমানটি ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। এরপরই সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তারা এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, পোখরা থেকে ১৯ জন যাত্রী নিয়ে ভ্রমণের সময় ৯এন-এইটি বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জমসমের জেলা প্রশাসক নেত্র প্রসাদ শর্মা বলেন, ‘বিমানটিকে মুস্তাং জেলার জমসমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে বিমানটি ঘুরে যায়। এরপরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিমানটিতে ৪ জন ভারতীয় এবং তিনজন জাপানি ছিল। এছাড়া ক্রুসহ মোট ২২ জন যাত্রী বিমানটিতে আরোহন করেন।

এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিমানটি টিটি এলাকায় বিধ্বস্ত হতে পারে। নেপালের অন্যতম পাহাড় বেষ্টিত এলাকা টিটি।


এ বিভাগের অন্যান্য সংবাদ