সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

২৮শে অক্টোবর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২১, ২০২২
২৮শে অক্টোবর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের পর দলীয় প্রধান নির্বাচনে তোড়জোড় শুরু করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। অন্তত ১শ’ আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করে আগামী সোমবার দুপুর দুইটার মধ্যে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের। নির্বাচক কমিটি জানিয়েছে, ২৮শে অক্টোবর ঘোষণা করা হবে পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। এদিকে, দেশটির বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিটের সময় থেকেই ব্রিটেনে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছিলো। যার প্রতিফলন এখন দেখা যাচ্ছে।

অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দায়িত্বগ্রহণের দেড় মাসের মাথায় বৃহস্পতিবার পদত্যাগ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। এর মাধ্যমে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্বপালন করা প্রধানমন্ত্রীর তকমাও লেগে গেলো ট্রাসের গাঁয়ে। তার আগে গত ছয় বছরে আরও তিনজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। যা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও নাগরিকরা।

ব্রিটেনের রাজনৈতিক এই অস্থিরতা শুরু হয় মূলত ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে আসার পর থেকে। বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিটবিরোধী হওয়ায় গণভোটের ফলাফলের পরদিন ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন। এরপর থেকে যারাই দায়িত্বে এসেছেন, তাদের স্থায়িত্ব ছিল হতাশাজনক। অল্প সময়ের ব্যবধানেই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে রাজনৈতিক টালমাটাল অবস্থায়।

ব্রিটেনের কট্টর রক্ষণশীল সংবাদপত্র টেলিগ্রাফ যা ব্রেক্সিট গণভোটকে সমর্থন করেছিল, তারাও এখন বলছে ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার পেছনে যে অর্থনৈতিক লক্ষ্য ছিলো, তা ব্যর্থ হয়েছে। বেলজিয়ামের প্রবীণ রাজনীতিবিদ ইউরোপপন্থি গাই ভারহফস্ট্যাড বলেছেন, যুক্তরাজ্যের এই বিশৃঙ্খলার শুর ২০১৬ সালে। যুক্তরাষ্ট্রের কথার সুরও একই ইঙ্গিত করছে।

এদিকে, দলীয় প্রধান নির্বাচনের তোড়জোড় শুরু করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। জানিয়ে দেয়া হয়েছে পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণার দিনও। অন্তত ১শ’ আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করে আগামী সোমবার দুপুর দুইটার মধ্যে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ