শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আ. লীগ নেতারা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী জামিন পেলেন ড. ইউনূস আমাকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় আনতে চায়: প্রধানমন্ত্রী আমেরিকার কাছ থেকে মানবতার ছবক শুনতে হয়, এটা দুর্ভাগ্য: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানিয়েছি মে মাসে হালকা ধরনের কালবৈশাখী ঝড়ের আভাস আমেরিকায় ইসরাইল বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজী নয় ইসরায়েল শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না বন্ধ, জানাল শিক্ষা মন্ত্রণালয় হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি, রাজধানীতে সম্ভাবনা ব্রাজিলে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু চীনে মহাসড়কে ধস, নিহত বেড়ে ৩৬ চমক রেখে পাকিস্তানের ১৮ সদস্যের দল ঘোষণা

ইরাকের সামরিক ঘাঁটিতে ‘বোমা হামলা’

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : এপ্রিল ২০, ২০২৪
ইরাকের সামরিক ঘাঁটিতে 'বোমা হামলা'

ইরাকের মধ্যাঞ্চলে সেনাবাহিনী এবং ইরানপন্থী আধাসামরিক বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলা করা হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

গতকাল (শুক্রবার, ১৯ এপ্রিল) দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার রাতের এ হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন ইরাকি সামরিক কর্মী আহত হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরাকের ক্যালসো ঘাঁটিতে এই হামলা চালানো হয়, সেখানে প্রাক্তন ইরানপন্থী আধাসামরিক গোষ্ঠী, বর্তমানে নিয়মিত সেনাবাহিনীতে একীভূত হাশেদ আল-শাবি অবস্থান করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরণটি সরঞ্জাম, অস্ত্র এবং যানবাহনকে আঘাত করেছে। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই দায় স্বীকার করেনি।’

এএফপি জানায়, এই হামলার জন্য কে দায়ী বা এটি একটি ড্রোন হামলা ছিল কি না তা শনাক্ত করা যায়নি। সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা বলেন, ‘ইসরাইল এবং তেহরানের সমর্থিত ফিলিস্তিনি যোদ্ধা হামাসের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানপন্থী আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।’

এদিকে শুক্রবার ইরানের ইসফাহানের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ