সোমবার, ০৬ মে ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার বন্ধ আট দফায় কমানোর পর সোনার দাম বাড়ল সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে: মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের মানুষের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির গত বছরের তুলনায় ১৩.৯ শতাংশ বেড়েছে রাজস্ব আহরণ: অর্থমন্ত্রী ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ : স্পিকার শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ‘ভুলবশত’ ফেসবুকে পোস্ট সশস্ত্র বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন বর্জনের পক্ষে লিফলেট বিতরণ বিএনপির বিএনপির জনসমর্থন নেই, তাই নির্বাচন থেকে দূরে: হানিফ সস্ত্রীক ওমরাহ পালন করলেন বিএনপি মহাসচিব মূল্যস্ফীতি পতনের সুফল বাংলাদেশ পাচ্ছে না: সিপিডি ডলার সংকটে বিপাকে বিদেশি এয়ারলাইন্সগুলো দেশে রেকর্ড সাড়ে ২৩ লাখ টন লবণ উৎপাদন

থাকছেন না মুস্তাফিজ, চেন্নাই দলে আসছে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
আপডেট : এপ্রিল ২৪, ২০২৪
দুঃসংবাদ পেল ধোনি-মুস্তাফিজদের চেন্নাই

সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টে তাদের যাত্রাটা দারুণ হলেও পরবর্তীতে সেই ধারাবাহিক ধরে রাখতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের সর্বশেষ ম্যাচে ২১০ রান করেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে লখনৌর কাছে। এমন পরাজয়ের পর দলে পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।

আগামী ১ মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজ। ফলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই লড়তে হবে চেন্নাইকে। ফিজ চলে যাওয়ার পর অনেকটা বাধ্য হয়েই দলে পরিবর্তন আনতে হবে চেন্নাইকে।

দলটির প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক ম্যাচ পরই মুস্তাফিজ চলে যাবে। আমাদের বাধ্য হয়েই আরেকটি পরিবর্তন আনতে হবে। আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি। আমাদের একাধিক ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে, যা কিছুটা উদ্বিগ্নের কারণ। আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে। কয়েকটি ফর্মের কারণে আবার কয়েকটি পরিবর্তন আমরা আনতে বাধ্য হয়েছি।’

চেন্নাই সুপার কিংসের কোচ আরও বলেন, ‘এখানে অনেক চাপ আছে। উপরের দিকে ব্যাট করা মিচেলের জন্য ভালো হবে। নিচে নামিয়ে ঝড়ো ব্যাটিংয়ের দায়িত্ব তাকে দেয়া মনে হয় না ঠিক হবে। এ কারণেই আমরা তাকে উপরে খেলিয়েছি। যেখানে সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে।’


এ বিভাগের অন্যান্য সংবাদ