যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীদের গবেষণায় এমন অশনিসংকেত পাওয়া গেছে। তবে আশার কথা হচ্ছে- সহসাই ঘটছে না এমন ঘটনা। এর জন্য লাগবে আরও অন্তত ১০০ থেকে ২০০ কোটি বছর।

ভিনগ্রহে কী ধরনের প্রাণের অস্তিত্ব মিলতে পারে, সেই প্রাণ বেঁচে থাকে কোন কোন প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করে, তা জানার চেষ্টা করছেন নাসার বিজ্ঞানীরা। এ জন্য ‘নেক্সাস ফর এক্সোপ্ল্যানেট সিস্টেম সায়েন্স’ নামে সংস্থাটির একটি বিশেষ প্রকল্প আছে। এই প্রকল্পের গবেষকরা সময়ের সঙ্গে সঙ্গে সূর্যের ঔজ্জ্বল্যের বাড়া-কমার প্রবণতা এবং তার প্রভাবে বায়ুমণ্ডলে কীভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কমে-বাড়ে, সে সবের যাবতীয় তথ্য বিশ্লেষণ করেছেন। এতে ১০০ থেকে ২০০ কোটি বছরের মধ্যেই এই গ্রহ আবার তার জন্মলগ্নের পরিবেশে ফিরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। সূত্র: সায়েন্স অ্যালার্ট।