শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে: রিজভী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির বিরুদ্ধে যে ক্ষোভ ঝাড়লেন তামিম বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই: রুহুল কুদ্দুস দুলু ইনজুরিতে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ ‘তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের দেশ বানাতে চাই’ ২৬ বছর পর ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ানোর শঙ্কা ‘স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ সাফার করছে’ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ডিসেম্বরে নির্বাচন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ডিসেম্বরের বদলে জুনে ভোট হলে সমর্থন দেবেন না বিএনপি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি সিন্ধু চুক্তি স্থগিতের মধ্য দিয়ে ভারত পানিযুদ্ধ শুরু করেছে! সমাধান আলোচনাতেই: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারত–পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০

আবারও তামিমকে টপকে এগিয়ে মুশফিক

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৭, ২০২২

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনের শুরু থেকে আধিপত্য ধরে রেখে ব্যাট করছে টাইগাররা। দুই ওপেনার তামিম ইকবাল খান ও মাহমুদুল হাসান জয় দলকে উপহার দেন ১৬২ রানের উদ্বোধনী জুটি। দীর্ঘ ৩৮ মাসের বেশি সময় পর সাদা পোশাকে সেঞ্চুরি দেখা পেলেন তামিমও।
শ্রীলঙ্কার বিপেক্ষে ৯৬ বলে ৫২ রানকরে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাস। অপেক্ষা করতে হয়নি মুসফিককেও, ১২৫ বলে তুলে নেন অর্ধশতক। দুপুরে সেঞ্চুরি করেন তামিম, তার আগে টপকে গিয়েছিলেন মুশফিকের রেকর্ডটাকে। তবে সেই রেকর্ড মাত্র ঘণ্টা দুয়েক ব্যবধানে আবারও টপকে গেলেন মুশফিকুর রহিম । বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড নিয়ে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের লড়াইয়ে দিন শেষে ৫ হাজার রানের দৌঁড়ে আবারও তামিম ইকবালকে পেছনে ফেলে এগিয়ে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের সংগ্রহরে পথে মুশফিকুর রহিম ৮১ ম্যাচে ৪ হাজার ৯শ ৮৫ রান করেছেন এই ব্যাটসম্যান।

শেষ সেশনে মুশফিক ও লিটন বাংলাদেশকে আগলে রেখে দুজনই পূর্ণ করেছেন অর্ধশতক। মুশফিক ১৩৩ বলে দুই চারে ৫৩ ও লিটন ১১৪ বলে আট চারে ৫৪ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

শেষ সেশনে মুশফিকুর রহিম অবশ্য মাঠে নামেন লিটন দাসকে নিয়ে। পেশিতে টান লাগায় তামিম ইকবাল ছিলেন ফিজিওর তত্ত্বাবধানে, তাই রিটায়ার্ড হার্ট হয়ে বিশ্রামে থেকে যান এই ওপেনার। তার আগে ২১৭ বলের মোকাবেলায় ১৫টি চার হাঁকিয়ে ১৩৩ রান করেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি ।

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনের ৩ উইকেটে দলের সংগ্রহ ৩১৮ রান লঙ্কানদের থেকে মাত্র ৭৯ রানে পিছিয়ে স্বাগতিকরা। মুশফিক রহিম ৫৩ আর লিটন দাস ৫৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে আগামী কাল।


এ বিভাগের অন্যান্য সংবাদ