ফুটবল বিশ্বে এখন একটা নামই সবার মুখে মুখে মোহাম্মদ সালাহ। একের পর এক রেকর্ড করে চলছেন তিনি। যার ফলে ভূষিত হচ্ছেন নানা পুরস্কারে। ফুটবল নিয়ে যারা প্রতিনিয়ত লেখেন তাদের সংগঠন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ২০২১-২২ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই লিভারপুল সুপারস্টার।
২০১৭-১৮ মৌসুমে ৩২টিসহ সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন ২৯ বছর বয়সী সালাহ। যা কোনো ফুটবলারের অভিষেকে রেকর্ডই বলা যায়। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এফডব্লিউএ ভোটে শীর্ষস্থানে থাকলেন তিনি।
সালাহর নৈপুণ্যে লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে লিভারপুল, বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির চেয়ে এক পয়েন্ট পেছনে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অলরেডদের জার্সিতে এই মৌসুমে ৪৪ ম্যাচে ৩০ গোল তার। ৪৮ শতাংশ ভোট পেয়ে আবারও সেরা হয়েছেন লিভারপুলের সুপারস্টার। ম্যানসিটির কেভিন ডি ব্রুইনা ও ওয়েস্ট হ্যামের ডেকলান রাইসকে পেছনে ফেলেছেন ক্লাবের ইতিহাসে দ্রুততম একশ লিগ গোলের মালিক। সূত্র: ডেইলি মেইল