সরকারিভাবে প্রথমবারের মতো করোনা শনাক্তের কথা নিশ্চিত করার পরদিনই করোনায় প্রথম মৃত্যুর কথা জানাল উত্তর কোরিয়া।
দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্য বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে শুক্রবার বলা হয়, করোনার ওমিক্রন ধরনে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আরও বলা হয়, ১ লাখ ৮৭ হাজার মানুষ জ্বরসহ মৃদু উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।
এপ্রিলের শেষদিকে শুরু হয়ে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি নাগরিক জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম। রাজধানী পিয়ংইয়ংসহ বেশ কয়েকটি শহরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত দুই বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়লেও একজনও আক্রান্তের কথা স্বীকার করেনি উত্তর কোরিয়া। যদিও বিশ্লেষকদের মতে, মহামারির শুরু থেকেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে বহু মানুষ।
এদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাদ দিয়ে সেই অর্থ স্বাস্থ্যখাতে ব্যয় করতে সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।