সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

ক্রিকেটে টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় বিশ্বকাপ জিতেছে যারা

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৮, ২০২২
ক্রিকেটে টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় বিশ্বকাপ জিতেছে যারা

আইসিসির সর্বোচ্চ টুর্নামেন্ট হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে ধরা হয়ে থাকে। তাই তো এসব আসরে অসাধারণ পারফর্ম করে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখে প্রতিটি দল। কিন্তু নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত দলগুলি এখনও পর্যন্ত আইসিসির কোন বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারেনি। তবে এমন কিছু দল আছে যারা এই দুটি আসরের শিরোপাই ঘরে তুলতে সক্ষম হয়েছে। যেখানে এশিয়ার তিন দেশও রয়েছে। আসুন দেখে নেবো কারা সেই দেশগুলো।

অস্ট্রেলিয়া
ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া সবচেয়ে সফলতম দল হিসেবে পরিচিত। যারা পাঁচবার (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫) ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করেছে। এর পাশাপাশি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার শিরোপা ঘরে তোলে। অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দল যারা হ্যাটট্রিক (১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সাল) ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে।

ওয়েস্ট ইন্ডিজ
৭০-৮০ দশকে ওয়েস্ট ইন্ডিজ দল ক্রিকেট অপ্রতিরোধ্য হিসেবে পরিচিত ছিল যাদের মুখোমুখি হওয়া সহজ ছিল না। আইসিসি আয়োজিত প্রথম দুটি (১৯৭৫, ১৯৭৯ সাল) বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ঘরে তুলেছিল। এরপর ১৯৮৩ সালে ফাইনালে উঠলেও ভারতের কাছে পরাজিত হয়। অবশেষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতেও ২০১২ ও ২০১৬ আসরের শিরোপা ঘরে তুলেছে ক্যারিবিয়ানরা।

ভারত
১৯৮৩ সালের পর ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দুইবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়লাভ করে। এছাড়া আইসিসি আয়োজিত প্রথমবার ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে। যদিও এরপর ভারতীয় দল আর কখনও শিরোপা জিততে সফল হয়নি। সেই থেকে প্রবল চেষ্টা চালাচ্ছে।

পাকিস্তান
১৯৯২ সালে পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শক্তিশালী দল হিসেবে প্রদর্শন করলেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়।

শ্রীলঙ্কা
১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। এরপর বেশ কয়েকবার ফাইনালে উঠলেও শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয়। অবশেষে লাসিথ মালিঙ্গা নেতৃত্বে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়লাভ করে। সেবার ভারতীয় দল অসাধারণ পারফর্ম করে ফাইনালে জায়গা করে নিয়েছিল।

ইংল্যান্ড
২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে ইংল্যান্ড প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নাটকীয়ভাবে নিউজিল্যান্ডকে পরাজিত করে ইংল্যান্ড দল। এই নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছিল আইসিসি। ইংল্যান্ড একমাত্র দল যারা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে।


এ বিভাগের অন্যান্য সংবাদ