সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ নামল ১৯ বিলিয়ন ডলারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ জাতীয় সংসদকে হাইকোর্টের ১৬ পরামর্শ পাকিস্তান নারী দলকে হারিয়ে দিলো বাংলাদেশ কাপুরুষের কাছে রাজনীতি শোভা পায় না: কাদের সিইসির সঙ্গে তিন গোয়েন্দা প্রধানের সাক্ষাৎ ‌‌বিএনপি দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে- তথ্যমন্ত্রী ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে : রিজভী ইসরায়েলবকে হিজবুল্লাহর হুঁশিয়ারি ইসরায়েল থেকে আরও ২ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার ঢাকা কমিউনিটি হাসপাতালে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পেনশন স্কীমে ব্যাপক সাড়া, ৩দিনে ৪০ হাজার আবেদন, ২ কোটি টাকা জমা ডিজিটাল ব্যাংক স্থাপনে ৫২ আবেদন, উপযোগিতা নিয়ে প্রশ্ন প্রধান তিন দলের নেতাদের সঙ্গে বৈঠক, চীনের খপ্পড়ে বাংলাদেশ পড়েছে কি না প্রশ্ন দুই কংগ্রেস সদস্যের বাড়তি দর নিয়ন্ত্রণে পেঁয়াজ-কাঁচা মরিচের পর এবার ডিম আমদানির পরিকল্পনা

ক্রিকেটে টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় বিশ্বকাপ জিতেছে যারা

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৮, ২০২২
ক্রিকেটে টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় বিশ্বকাপ জিতেছে যারা

আইসিসির সর্বোচ্চ টুর্নামেন্ট হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে ধরা হয়ে থাকে। তাই তো এসব আসরে অসাধারণ পারফর্ম করে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখে প্রতিটি দল। কিন্তু নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত দলগুলি এখনও পর্যন্ত আইসিসির কোন বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারেনি। তবে এমন কিছু দল আছে যারা এই দুটি আসরের শিরোপাই ঘরে তুলতে সক্ষম হয়েছে। যেখানে এশিয়ার তিন দেশও রয়েছে। আসুন দেখে নেবো কারা সেই দেশগুলো।

অস্ট্রেলিয়া
ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া সবচেয়ে সফলতম দল হিসেবে পরিচিত। যারা পাঁচবার (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫) ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করেছে। এর পাশাপাশি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার শিরোপা ঘরে তোলে। অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দল যারা হ্যাটট্রিক (১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সাল) ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে।

ওয়েস্ট ইন্ডিজ
৭০-৮০ দশকে ওয়েস্ট ইন্ডিজ দল ক্রিকেট অপ্রতিরোধ্য হিসেবে পরিচিত ছিল যাদের মুখোমুখি হওয়া সহজ ছিল না। আইসিসি আয়োজিত প্রথম দুটি (১৯৭৫, ১৯৭৯ সাল) বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ঘরে তুলেছিল। এরপর ১৯৮৩ সালে ফাইনালে উঠলেও ভারতের কাছে পরাজিত হয়। অবশেষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতেও ২০১২ ও ২০১৬ আসরের শিরোপা ঘরে তুলেছে ক্যারিবিয়ানরা।

ভারত
১৯৮৩ সালের পর ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দুইবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়লাভ করে। এছাড়া আইসিসি আয়োজিত প্রথমবার ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে। যদিও এরপর ভারতীয় দল আর কখনও শিরোপা জিততে সফল হয়নি। সেই থেকে প্রবল চেষ্টা চালাচ্ছে।

পাকিস্তান
১৯৯২ সালে পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শক্তিশালী দল হিসেবে প্রদর্শন করলেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়।

শ্রীলঙ্কা
১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। এরপর বেশ কয়েকবার ফাইনালে উঠলেও শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয়। অবশেষে লাসিথ মালিঙ্গা নেতৃত্বে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়লাভ করে। সেবার ভারতীয় দল অসাধারণ পারফর্ম করে ফাইনালে জায়গা করে নিয়েছিল।

ইংল্যান্ড
২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে ইংল্যান্ড প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নাটকীয়ভাবে নিউজিল্যান্ডকে পরাজিত করে ইংল্যান্ড দল। এই নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছিল আইসিসি। ইংল্যান্ড একমাত্র দল যারা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য সংবাদ