এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে এলাকাটিতে বিদ্যুৎ সঞ্চালন ও রেল যোগাযোগ ব্যাহত হয়। বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই বিস্ফোরণের জন্য ইউক্রেনের সেনাদের দায়ী করছে মস্কো। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।
এর আগে, গত ৯ই আগস্ট ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। যা একটি দুর্ঘটনা ছিলো বলে জানিয়েছিলো মস্কো।