গুনাথিলাকার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

- আপডেট সময় : ১১:৩৯:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
বিশ্বকাপের মাঝে অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকার ধর্ষণকাণ্ডে ক্রিকেট বিশ্বে তোলপাড়। জামিন না মঞ্জুর করে তাকে আটক রাখার নির্দেশ দিয়েছে সিডনির আদালত। গুনাথিলাকাকে ছাড়াই দেশে ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাকে সব ধরণের ক্রিকেট থেকে বহিষ্কার করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে লঙ্কানরা। ফিরতে পারেননি শুধু দানুশকা গুণাথিলাকা। কলম্বো বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের ভীড়। বিশ্বকাপ ব্যর্থতার কারণ জানতে নয় গুনাথিলাকার ধর্ষণকাণ্ডের খবর জানাতে।
কিন্তু অধিনায়ক দাসুন শানাকা আর উপদেষ্টা কোচ মাহেলা জয়াবর্ধনেও জানেন না কি ঘটেছিল? তারাও রীতিমত বিস্মিত।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেন, আমি খুব অবাক হয়েছি। কি ঘটেছিল সেটা জানার সুযোগ হয়নি। এখন আদালতের বিষয়। আশা করি দ্রুত বিস্তারিত জানতে পারব।
শ্রীলঙ্কার কনসালটেন্ট কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, যারা খেলতে গেছে তারা স্কুলের বাচ্চা না। তারা পেশাদার ক্রিকেটার। ব্যক্তিগত আচরণের দায় তাদেরই নিতে হবে।
এরই মধ্যে সিডনির আদালতে উঠেছিল ধর্ষণ মামলাটি। ম্যাজিস্ট্রেট রবার্ট উইলিয়ামস জামিন নামঞ্জুর করে গুনাথিলাকাকে আটক রাখার নির্দেশ দেন। মামলার পরবর্তী দিন ১২ জানুয়ারি। গুণাথিলাকার আইনজীবী আনন্দ অমরনাথ আপিলের ঘোষণা দেন।
দানুশকা গুনাথিলাকার আইনজীবী আনন্দ অমরনাথ বলেন, আপাতত তাকে আটক রাখা হচ্ছে। আমরা পরবর্তীতে কি করা যায় সেটা ভেবে দেখবো। শ্রীলঙ্কা ক্রিকেট ও হাইকমিশন তার পাশে আছে।
পরবর্তীতে জামিন পেলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে হবে লঙ্কান ব্যাটারকে। যে প্রক্রিয়ায় লেগে যেতে পারে কমপক্ষে একবছর। তরুণী ধর্ষণের ঘটনায় রোববার টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় লঙ্কান ব্যাটারকে।