বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে ঋণের শর্তের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চল ও বাংলাদেশ মিশনের প্রধান রাহুল আনন্দ।
এসময় তিনি জানান, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে যে ঋণ প্রস্তাব দেয়া হয়েছে, তা দিতে এরই মধ্যে সম্মত হয়েছে আইএমএফ। অক্টোবরে আইএমএফ-বিশ্বব্যাংক বার্ষিক সম্মেলনের পর বাংলাদেশের ঋণ প্রস্তাব নিয়ে দুপক্ষের আলোচনা হবে।
তবে, ঋণের অর্থ কতো কিংবা ঋণ পরিশোধের শর্ত কী রকম হতে পারে, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আইএমএফ বলছে, এই অঞ্চলের অন্য কোনো দেশের মতো সংকটে নেই বাংলাদেশ। তবে চলমান বৈশ্বিক অস্থিরতার কারণে অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।
সংস্থাটির মতে, বৈদেশিক বাণিজ্যে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিলো, তা বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগে ফলে সামাল দেয়া সম্ভব হয়েছে।