মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর এমনিতেই চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব রুপ নেয় নতুন মাত্রায়। সপ্তাহ না পেরুতেই এবার তাইওয়ান সফরে গেছেন মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল।
বার্তাসংস্থা রয়টার্সের ১৫ আগস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৪ আগস্ট) দুই দিনের সফরে ভূখণ্ডটিতে পৌঁছায় দলটি। সফরে দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে দেখা করবেন তারা। সফরে মার্কিন এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সিনেটর এড মার্কি। তার সাথে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউসের আরও চার আইনপ্রণেতা।
তাইওয়ানের প্রেসিডেন্টর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামরিক মহড়ার মাধ্যমে চীন যখন উত্তেজনা ছড়াচ্ছে, তখন তাইওয়ানের প্রতি সমর্থন জানাতেই মার্কিন প্রতিনিধি দলের এই সফর।
চীনা দূতাবাস বলছে, ‘কংগ্রেসের সদস্যদের সাম্প্রতিক সফর ‘আবারও প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীজুড়ে স্থিতিশীলতা দেখতে চায় না এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাড়ানো ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য কোনো প্রচেষ্টাই ছাড়েনি।’