বনানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৩:৩০ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বুধবার (৯ই নভেম্বর) ভোরে বনানীর ৫ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেনের বয়স ৩০ বছর। তিনি শেরপুর জেলার হাজীপুর উপজেলার দাতিয়াপাড়া গ্রামের মৃত হারেজ আলীর ছেলে।
নিহতের ভাই সোহেল রানা জানান, তার ভাই পাঠাও চালক। ভোরে বাসায় ফেরার সময় বনানী ৫ নম্বর গেট এলাকায় স্পিড ব্রেকার না দেখে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার ভাই বনানীর টিঅ্যান্ডটি কলোনি এলাকায় থাকতো।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।