চলতি বছরের ১৩ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের ১২তম আসর। ইতোমধ্যে আসন্ন মৌসুমের চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফট প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফট রয়েছেন বাংলাদেশের তিন পেসার। তারা হলেন আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডল।
রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর সোমবার (২২ আগস্ট) প্লেয়ার্স ড্রাফটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশের এই তিন পেসারের নাম রয়েছে। আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে সবমিলিয়ে ১৯টি দেশের মোট ২৭৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।
বিগ ব্যাশের ২০২২-২৩ মৌসুমের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন ১২ জন ক্রিকেটার। তারা হলেন, ফাফ ডু প্লেসি, জেসন রয়, লিয়াম লিভিংস্টোন, স্যাম বিলিং, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডেভিড উইলি, শাদাব খান, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, ক্রিস জর্ডান ও ট্রেন্ট বোল্ট। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে তিন লাখ ৪০ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে।
এদের মধ্যে বিলিংস (সিডনি থান্ডার), রাসেল (মেলবোর্ন স্টারস), শাদাব (সিডনি সিক্সার্স), জর্ডান (সিডনি সিক্সার্স) ও রশিদকে (অ্যাডিলেইড স্ট্রাইকার্স) তাদের আগের ক্লাব ধরে রাখতে পারবে। তবে তাদের সবাইকে পুরো আসরে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।