সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

ভারতের উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ৫৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট : মে ২৪, ২০২৫
ভারতের উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ৫৬ জনের মৃত্যু

ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতের উত্তর প্রদেশে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতে তাদের মৃত্যু হয়। রাজ্যের ত্রাণ কমিশনার অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ত্রাণ কমিশনার অফিসের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যের ফতেহপুরে ৬ জন, কাসগঞ্জে ৫ জন, মীরাট, কানপুর নগর, বুলদণ্ডশহর, এটাহ ও আউরাইয়ায় ৪ জন করে, গৌতম বুদ্ধ নগর ও কনৌজে ৩ জন করে, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, কানপুর দেহাত ও এটাওয়ায় ২ জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আলিগড়, হাথরাস, চিত্রকূট, আম্বেদকর নগর, আমেথি, ঝাঁসি, আগ্রা, উন্নাও, বাগপত, আজমগড় ও অযোধ্যাতে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তর প্রদেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তরা জানিয়েছেন, গত ২২ মে শক্তিশালী মৌসুমী ঝড় বয়ে গেছে রাজ্যের অনেক জেলার ওপর দিয়ে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে।

শিলাবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল। বেশ কয়েকটি জেলায় কৃষিখাতের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বৃষ্টি ও বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জনজীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির জরিপ পরিচালনার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ কার্যক্রমের ওপরও নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ