সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

মানবাধিকার প্রশ্নে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিটি চান মির্জা ফখরুল

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৬, ২০২২
মানবাধিকার প্রশ্নে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিটি চান মির্জা ফখরুল

জাতিসংঘের তত্ত্বাবধানে কমিটি গঠন করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি দেশে গুম, খুন, মামলা, হামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরেন।

খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে আজ নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সেই দোয়ায় অংশ নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে দেশের মানবাধিকার পরিস্থিতি তদন্তের দাবি জানান ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ভয়াবহ ফ্যাসিবাদী শাসন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় বসে আছে।’

ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন।’

গণতন্ত্রের জন্যই খালেদা জিয়া কারাভোগ করেছেন, ঘরবন্দি আছেন উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার, মিথ্যা মামলা দিচ্ছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘নির্যাতন হত্যা খুন করে অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা-আকাঙ্খা ধ্বংস করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রাস সৃষ্টি করে জোর করে ক্ষমতায় বসে আছে।’

মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর বিএনপি উত্তর আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপিনেতা আবদুস সালাম, মীর সরফত আলী সপু প্রমুখ।


এ বিভাগের অন্যান্য সংবাদ