বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

মিথিলা আমার বন্ধু, সেটি আব্বু-আম্মু সবই জানে: জন কবির

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৭, ২০২২

এক সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ায় ব্যথিত হয়েছিলেন অনেকেই। এমনকি তাদের বিচ্ছেদের জন্য অনেকেই অনেককে দায়ী করেন। যার মধ্যে আসে গায়ক ও অভিনেতা জন কবিরের নাম।

সম্প্রতি মিথিলা ও নিজের সম্পর্কের অনেক অজানা কথা প্রকাশ করেছেন জন কবির। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মিথিলার সঙ্গে ঘটে যাওয়া কাহিনী এবং সম্পর্ক নিয়ে খোলামেলা আলাপ করেছেন জন।

তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর জন-মিথিলা প্রেমের গুঞ্জন নিয়ে অনেক মুখরোচক চর্চা হতে দেখা গেছে সামাজিকমাধ্যমে। এমন গুঞ্জনও শোনা গেছে, তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভাঙার নেপথ্যে নাকি জন! যদিও পরে এসব গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি।

বিবিসির মুখোমুখি হয়ে জন কবির বলেন, ‘মিথিলা আমার কি রকম বন্ধু, সেটি আমার আব্বু (এখন বেঁচে নেই), আম্মু সবই জানে। সম্পর্কের গুঞ্জনের ব্যাপারটা শুনে আমার আম্মু সবচেয়ে অবাক হয়েছিলেন। তিনি বলতেন, মানুষের কি মাথা খারাপ হয়ে গেছে! তখন আমি আম্মুকে বুঝিয়ে বলতাম- মানুষ তো আমাদের পারসোনালি চেনে না। তাই এ রকম গল্প ছড়ায়। আসলে মানুষ গল্প বানাতে খুব পছন্দ করে। ’

মিথিলার সঙ্গে তার বন্ধুত্ব তাহসানের মাধ্যমেই, উল্লেখ করে জন বলেন, ‘মিথিলার সঙ্গে বন্ধুত্বটা কিন্তু তাহসানের মাধ্যমেই। যারা মিথিলার সঙ্গে আমার সম্পর্কের কথা ভাবেন, তারা হয়তো এটা ভেবেই মজা পান। কিন্তু সেটিকে আমাদের ওপর চাপিয়ে দেওয়াটা সমস্যা। আমি তো জানি, আমার জীবনটা আমি যাপন করছি, মিথিলা তার জীবন। আপনাদের কথায় তো আমাদের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে না। ’

দীর্ঘ ১১ বছরের সংসারের পর ২০১৭ সালে তাহসান ও মিথিলার বিচ্ছেদ হয়। এরপর ২০১৯ সালে ভারথীয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে মিথিলা বিয়ে করলেও এখনও একাকী থাকছেন তাহসান খান।


এ বিভাগের অন্যান্য সংবাদ