সব কিছুতেই ইস্যু খোঁজা বিএনপি’র অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ (শুক্রবার) সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাত যদি ধ্বংসই হয়, তাহলে কিভাবে করোনাভাইরাসের তিনটি ঢেউ অনেক উন্নত দেশের তুলনায় কার্যকরভাবে মোকাবেলা করলো বাংলাদেশ ? হাছান মাহমুদ বলেন, করোনা মোকাবেলায় জাতিসংঘের মহাসচিবসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রশংসা করলেও মির্জা ফখরুল সাহেবরা করতে পারেন না।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ সরকারের নানা পদক্ষেপের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য এখন কমতির দিকে বলেও জানান তথ্যমন্ত্রী।