সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনায় রাজি দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং একথা বলেছেন।
মিন অং হ্লাইং বলেন, আইন অনুসারে তার (সু চি) বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর তার প্রতিক্রিয়ার ভিত্তিতে আমরা আলোচনার বিষয়টি বিবেচনা করব।
গতবছর পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি রয়েছেন ৭৭ বছর বয়সী সু চি। কয়েকটি মামলায় এখন পর্যন্ত সামরিক আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে। যদিও সু চি ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এসব মামলা ও সাজা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয় মনিটরিং গ্রুপের তথ্য অনুসারে, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সামরিক দমন-পীড়নে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত ও ১৫ হাজারকে গ্রেফতার করা হয়েছে।