হালিতে ডিমের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। বুধবার (১৭ আগস্ট) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, দাম কমানোর স্বার্থে প্রয়োজন হলে ডিম আমদানি করা হবে। এমন বক্তব্যের একদিনের ব্যবধানে ডিমের দাম কমলো। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাজারগুলোতে লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে হালিপ্রতি ৫০ টাকা করে। যা বুধবার (১৭ আগস্ট) বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা হালি।
আজ কদিন ধরে ডিমের দাম চড়া। হঠাৎ করে ৩৫-৪০ টাকা থেকে দাম বাড়িয়ে দোকানদাররা ৫৫-৬০ টাকা হালিতে বিক্রি করা শুরু করে। খামারি এবং পাইকারি দোকানদারেরা এর কারণ হিসেবে বলে মুরগির খাবারের দাম বেড়েছে। তার ওপর জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ডিমের দাম বেড়েছে।
এ অবস্থায় জনসাধারণের প্রতিক্রিয়ায় বুধবার ডিম আমদানি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।