বৃত্তান্ত প্রতিবেদক: রাজধানীর মালিবাগ, শান্তিবাগ, শাজাহানপুর, মগবাজার, মোহাম্মদপুর, কাটাসুর, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদী হাউজিং সোসাইটি, হাজারীবাগ, কমলাপুর, আজীমপুর, পান্থপথ সংলগ্ন কলাবাগানসহ বিভিন্ন এলাকায় বুধবার তৃতীয় দিনের মতো গ্যাস সংকটে এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।
রাজধানীর আমিনবাজারে সড়ক ও জনপথ বিভাগ রাস্তার উন্নয়ন কাজ করার সময় তিতাস গ্যাসের উচ্চচাপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সোমবার দিবাগত রাত থেকেই রাজধানীজুড়ে হঠাৎ চরম গ্যাস সংকট দেখা দিয়েছে।
তবে নগরবাসী এ সংকট বুঝতে পারেন মঙ্গলবার সকাল থেকে। গ্যাস না থাকায় এসব আবাসিক এলাকার কেউই রান্না করতে পারছেন না।
এদিকে ভি আই পি মুভমেন্টের কারণে অধিকাংশ প্রধান সড়কের পাম্প বন্ধ, দোকানপাট হোটেল বন্ধ। দুর্ভোগে পড়েছে মানুষ। নিকট অতীতে গ্যাসের এযন সংকট আর দেখা যায়নি।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল এম নুরুল্লাহ বলেন, ডেমরা লাইন দিয়ে সরবারহ বাড়িয়ে গূরুত্বপূর্ণ এলাকার গ্যাসের চাপ বাড়ানোর প্রচেষ্টা চলছে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তিনি আশা করছেন।
তিতাসের একটি সূত্র জানিয়েছে, ভিভিআইপি চলাচলের জন্য এখন এই মেরামত কাজ বন্ধ আছে। দুপুরে আবার কাজ শুরুর কথা রয়েছে।