সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

মালদ্বীপে জলপরীরূপে দেখা গেল সোনাক্ষীকে

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১০, ২০২২
মালদ্বীপে জলপরীরূপে দেখা গেল সোনাক্ষীকে

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা সোনাক্ষী সিনহা। সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হয় শত্রুঘ্ন সিনহার মেয়ের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনাক্ষী বলিউডে নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।

অভিনয়ের পাশাপাশি সোনাক্ষীর নাচের ভক্ত কম নেই বলিউডে। এবার সোনাক্ষী ছুটি কাটাতে গেলেন সমুদ্র সৈকতে। সেখানে একেবারে জলপরীরূপে দেখা গেল অভিনেত্রীকে।

বলিউড থেকে টলিউড যে কোন ইন্ডাস্ট্রির সেলেবদের হলিডে ডেস্টিনেশন হিসাবে এই মুহূর্তে হট ফেভারিট হল মালদ্বীপ। সোলো ট্রিপ কিংবা জুটিতে সবার এখন পছন্দ মালদ্বীপের সমুদ্র সৈকত। পশ্চিমবঙ্গে আসানসোল বিধানসভা থেকে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা।

শোনা যাচ্ছিল নির্বাচনের আগে বাবার প্রচারে আসার কথাও রয়েছে সোনাক্ষীর। তবে ঠিক কবে আসতে পারেন সোনাক্ষী তা জানা যায়নি।

এবার আসানসোল আসার আগে মালদ্বীপে ছুটি কাটাতে গেলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। নায়িকাদের প্রথম সারির দৌড়ে যে সোনাক্ষী নেই, সে কথা তিনিও জানেন। ২০১৯ সালে তার বেশ কয়েকটি ছবি রিলিজ করলেও ২০২০ এবং ২০২১ সালে মাত্র একটি করে ছবি রিলিজ করে। তাও আবার ২০২০ সালে ‘ঘুমকেতু’ ছবিতে তার স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স ছিল মাত্র।

অন্য দিকে ২০২১ সালে তার একটি মাত্র ছবি রিলিজ করেছিল ডিজনি প্লাস হটস্টার ওটিটি তে। ‘ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া’য় দেখা গিয়েছিল তাকে। তবে সোনাক্ষী সিনেমার ময়দানকে পুরোপুরি ব্রাত্য করে দেননি। দু -দুটো ছবির কাজ প্রায় শেষের পথে। সব কিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পেতে পারে সোনাক্ষী সিনহা অভিনীত ‘কাকুড়া’ এবং ‘ডবল এক্স এল’ ছবি দুটি।


এ বিভাগের অন্যান্য সংবাদ