দ্রব্যমূল্যের কারণে মানুষ ক্ষোভের আগুনে জ্বলছে: ডা. জাফরুল্লাহ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৬:৪৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ মে ২০২২ ২৮ বার পড়া হয়েছে
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অসহায় মানুষ ক্ষোভের আগুনে জ্বলছে। এই অবস্থায় সরকারের উচিত হবে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি থেকে শিক্ষা নেয়া।
শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।
সমাবেশে যুব অধিকার পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ভোজ্য তেল উৎপাদনকারী শীর্ষ ৫ প্রতিষ্ঠান থেকে ২০০ কোটি টাকা করে নেয়ায় ভোজ্য তেলের দাম বাড়িয়েছে। শ্রীলংকার করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারকে হুঁশিয়ার করে দেন গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।