বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘ভারতের কারণে উত্তরাঞ্চলের লাখো-কোটি জনগণ দুর্বিষহ জীবন পার করছে’ এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথেই সমাধান: জামায়াত আমির সরকার চাইলে তিস্তায় প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন : রাষ্ট্রদূত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টি নেতাদের সৌজন্য সাক্ষাৎ তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ঘোষণা

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৯, ২০২২
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরের ২ ম্যাচের টেস্ট সিরিজে শেষ হয়েছে ইতোমধ্যেই। এ সিরিজে সফরকারী বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। সামনে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

আগামী মাসে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) নির্বাচন প্যানেল।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রভম্যান পাওয়েলকে। ১৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরানো হয়েছে উইকেট কিপার ব্যাটার ডেভন থমাস ও অলরাউন্ডার কিমো পলকে।

এ ছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেদ ম্যাককয়। ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন তিনি। অ্যান্টিগা টেস্ট খেললেও সেন্ট লুসিয়াতে একাদশে সুযোগ মিলেনি মোতির।

আগামী ২ জুলাই ও ৩ জুলাই ডমিনিকায় উইন্ডসর পার্কে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের পর শেষ ম্যাচটি হবে ৭ জুলাই গায়ানা জাতীয় স্টেডিয়ামে। এ ছাড়া গায়ানাতে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ১০,১৩ ও ১৬ জুলাই।

টি-টোয়েন্টি দল
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, ডেভন টমাস এবং হেইডেন ওয়ালশ জুনিয়র। রিজার্ভ: ডমিনিক ড্রেকস

ওয়ানডে দল
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল এবং জেডেন সিলস।

রিজার্ভ: রোমারিও শেফার্ড


এ বিভাগের অন্যান্য সংবাদ