সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ নামল ১৯ বিলিয়ন ডলারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ জাতীয় সংসদকে হাইকোর্টের ১৬ পরামর্শ পাকিস্তান নারী দলকে হারিয়ে দিলো বাংলাদেশ কাপুরুষের কাছে রাজনীতি শোভা পায় না: কাদের সিইসির সঙ্গে তিন গোয়েন্দা প্রধানের সাক্ষাৎ ‌‌বিএনপি দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে- তথ্যমন্ত্রী ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে : রিজভী ইসরায়েলবকে হিজবুল্লাহর হুঁশিয়ারি ইসরায়েল থেকে আরও ২ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার ঢাকা কমিউনিটি হাসপাতালে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পেনশন স্কীমে ব্যাপক সাড়া, ৩দিনে ৪০ হাজার আবেদন, ২ কোটি টাকা জমা ডিজিটাল ব্যাংক স্থাপনে ৫২ আবেদন, উপযোগিতা নিয়ে প্রশ্ন প্রধান তিন দলের নেতাদের সঙ্গে বৈঠক, চীনের খপ্পড়ে বাংলাদেশ পড়েছে কি না প্রশ্ন দুই কংগ্রেস সদস্যের বাড়তি দর নিয়ন্ত্রণে পেঁয়াজ-কাঁচা মরিচের পর এবার ডিম আমদানির পরিকল্পনা

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ঘোষণা

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৯, ২০২২
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরের ২ ম্যাচের টেস্ট সিরিজে শেষ হয়েছে ইতোমধ্যেই। এ সিরিজে সফরকারী বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। সামনে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

আগামী মাসে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) নির্বাচন প্যানেল।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রভম্যান পাওয়েলকে। ১৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরানো হয়েছে উইকেট কিপার ব্যাটার ডেভন থমাস ও অলরাউন্ডার কিমো পলকে।

এ ছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেদ ম্যাককয়। ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন তিনি। অ্যান্টিগা টেস্ট খেললেও সেন্ট লুসিয়াতে একাদশে সুযোগ মিলেনি মোতির।

আগামী ২ জুলাই ও ৩ জুলাই ডমিনিকায় উইন্ডসর পার্কে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের পর শেষ ম্যাচটি হবে ৭ জুলাই গায়ানা জাতীয় স্টেডিয়ামে। এ ছাড়া গায়ানাতে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ১০,১৩ ও ১৬ জুলাই।

টি-টোয়েন্টি দল
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, ডেভন টমাস এবং হেইডেন ওয়ালশ জুনিয়র। রিজার্ভ: ডমিনিক ড্রেকস

ওয়ানডে দল
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল এবং জেডেন সিলস।

রিজার্ভ: রোমারিও শেফার্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য সংবাদ