টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পেয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের ৫০তম ওভারের দ্বিতীয় বলে তুলে নেন নিজের দশম সেঞ্চুরি। এর জন্য অবশ্য তামিমকে অপেক্ষা করতে হয়েছে ১৭ ইনিংস। সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে ১২৬ রানের ইনিংস খেলে তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৮ রান। ১০০ রানে ব্যাট করছেন তামিম ও শূন্য রানে তামিমকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরির পরই জীবন পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। সহজ ক্যাচ ছেড়েছিলেন এম্বুলদেনিয়া। জীবন পেয়েও ভালোভাবে কাজে লাগাতে পারলেন না। ৫১ রানে জীবন পেয়েছিলেন, আউট হন ৫৮ রানে। আসিথা ফার্নান্দোর আউটসাইড লেগের বল জয়ের ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে। ১৪২ বলে ৯ চারে ৫৮ রান করেন জয়।