শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৬৬ জন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান ‘পার্বত্য অঞ্চলে শান্তির জন্য যা দরকার সেনাবাহিনী তাই করবে’ নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের পরিবর্তন করা যায় না: গয়েশ্বর রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ব্যবহার করতো আমলাদের মধ্যে এখনও ভারতের দোসর আছে: মাহমুদুর রহমান ভুল তথ্যের ভিত্তিতে গড়ে ওঠে আর্থিক কাঠামো আমুর আইনজীবীকে মারধর করা হয়নি: পিপি ফারুকী চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বান বাইডেনের ভারতে রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ আমদানিতে নিষেধাজ্ঞা উঠল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন নবি অস্ট্রেলিয়ার সামনে অন্য পাকিস্তান আজ মেঘ মেঘ করবে, কাল হতে পারে বৃষ্টি

ইপিএল শিরোপা জিতলো ম্যান সিটি

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৩, ২০২২

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতলেই চ্যাম্পিয়ন, এই ছিলো সহজ সমীকরণ। তবে তাদের সেই আশাকে রুদ্ধ করে রেখেছিল অ্যাস্টন ভিলা। ৭৫ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে পেপ গার্দিওয়ালার দলকে চাপে ফেলে। তবে এর পরের ৬ মিনিটের ঝড়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ম্যানচেস্টার সিটি। ইতিহাদের মাঠে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা।

এই জয়ে ৩৮ ম্যাচ থেকে ৯৩ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জিতে ম্যানসিটি। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৯২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় লিভারপুল। শেষ ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে উলভসকে।

নিজেদের মাঠে ৩৭ মিনিটে অ্যাস্টন ভিলা এগিয়ে যায় । সতীর্থের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ম্যাটি ক্যাশ। ঝাঁপিয়ে পড়েও বল স্পর্শ করলেও গোল বাঁচাতে পারেননি গোলকিপার এদেরসন।বিরতির পর শুরুর থেকে আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি ম্যান সিটি। বরং ৬৯ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর গোল করে সিটিকে আরও পিছিয়ে দেন।

দুই গোলে পিছিয়ে থেকে সিটির ঝলক শুরু। ৭৫ মিনিটে রাহিম স্টার্লিংয়ের ক্রসে দারুণ হেডে ব্যবধান কমান ইলকাই গুনদোগান। দুই মিনিট পরই সমতায় ফেরে সিটি। জিনচেঙ্কোর এসিস্টে বক্সের বাইরে ধরে নিখুঁত শটে জাল কাঁপান রদ্রি।

৮১ মিনিটে জয়সূচক গোলও আসে। কেভিন ডে ব্রুইনের পাসে টোকায় জালে জড়ান গুনদোগান। গ্যালারিতে তখন ম্যান সিটির সমর্থকদের উল্লাস। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে ম্যানচেস্টার সিটি শিরোপা উৎসব করেছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ